বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসী ব্যবসায়ী এয়াকুব সৈনিকের চান্দগাঁও খলিফাপাড়া শফি মুন্সী জামে মসজিদে ১০ লাখ টাকা অনুদান। বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ না, টার্গেট ছিলেন বাবলা : সিএমপি কমিশনার নিবন্ধন না পেয়ে আমরণ অনশনে আমজনতার তারেক। নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র হলেন জোহরান মামদানি শারজাহ বাংলাদেশ সমিতি: ভারপ্রাপ্ত সভাপতি হলেন শাহাদাত হোসেন। নিবন্ধন না পেয়ে আমরণ অনশনে আমজনতার তারেক। শাপলা কলি প্রতীকে নিবন্ধন পেয়েছে এনসিপি: সামান্তা দুবাই থেকে ভার্চুয়ালী যুক্ত হয়ে স্বাগত জানালেন ইউএই কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দ বিএনপির অনলাইন সদস্যপদ গ্রহণে আরব আমিরাত প্রবাসীদের স্বতঃস্ফূর্ত সাড়া।

প্রবাসী ব্যবসায়ী এয়াকুব সৈনিকের চান্দগাঁও খলিফাপাড়া শফি মুন্সী জামে মসজিদে ১০ লাখ টাকা অনুদান।

সিরাজুল হক, সংযুক্ত আরব আমিরাতঃ নগরের চান্দগাঁও খলিফাপাড়া শফি মুন্সী জামে মসজিদে এককালীন ১০ লাখ টাকা অনুদান প্রদান করেছেন সংযুক্ত আরব আমিরাতস্থ চট্টগ্রাম উন্নয়ন পরিষদ (ইউএই) এর প্রেসিডেন্ট ও প্রবাসী ব্যবসায়ী আলহাজ্ব মোহাম্মদ এয়াকুব সৈনিক। এ উপলক্ষে শুক্রবার খলিফাপাড়াবাসীর পক্ষ থেকে আয়োজন করা হয় এক সংবর্ধনা অনুষ্ঠান। যেখানে এয়াকুব সৈনিককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

খলিফাপাড়া মসজিদটি এলাকার অন্যতম ধর্মীয় ও সামাজিক কেন্দ্র হিসেবে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। মসজিদের সম্প্রসারণ, সংস্কার ও ভবিষ্যতে আরও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে এ অনুদান সহায়ক হবে বলে মসজিদ কমিটি আশা প্রকাশ করেছে।
সংবর্ধনা অনুষ্ঠানের শেষে নিজের অনুভূতি ব্যক্ত করে আলহাজ্ব মোহাম্মদ এয়াকুব সৈনিক বলেন,
খলিফাপাড়া আমার জন্মভূমি, আমার শেকড়। এই এলাকার মানুষ আমাকে ভালোবাসে—এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আল্লাহ আমাকে যে পরিমাণে সামর্থ্য দিয়েছেন, তার অংশ এই এলাকার মানুষের জন্য ব্যয় করা আমার দায়িত্ব। মসজিদ আল্লাহর ঘর; এর সেবা করার সৌভাগ্য আল্লাহ যাকে দেন, সে-ই ধন্য। ভবিষ্যতেও আমি এই এলাকার উন্নয়ন, মসজিদের সম্প্রসারণ এবং মানবিক কাজে পাশে থাকব।
তিনি বলেন, পরবাসে থাকলেও আমার হৃদয় সব সময় দেশ ও এলাকার মানুষের সঙ্গে যুক্ত। আমার সামর্থ্য অনুযায়ী সমাজের কল্যাণে অবদান রাখাই আমার লক্ষ্য।

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি নুরুল হক মানিক বলেন, এখানে শুধু খলিফাপাড়া মসজিদের উন্নয়নই নয়—এয়াকুব সৈনিক দীর্ঘদিন ধরে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, এতিমখানা, সমাজকল্যাণমূলক সংগঠনকে সহযোগিতা করে আসছেন। তিনি একজন প্রকৃত দানবীর মানুষের উদাহরণ। মসজিদের উন্নয়ন কাজে তার এই অনুদান আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবর্ধনায় আরো উপস্থিত ছিলেন, মসজিদ কমিটির সেক্রেটারী কেএম জসিম উদ্দিন, সমাজসেবক ড. সেলিম, বিশিষ্ট ব্যবসায়ী সালেহ জহুর, মো. মহসিন প্রমুখ।

প্রবাসী ব্যবসায়ী এয়াকুব সৈনিক দায়িত্ববোধ নিয়ে বহু বছর ধরে এলাকার মানুষের পাশে দাঁড়াচ্ছেন। দেশ-বিদেশে তার অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান, মানবিক সংগঠন ও সামাজিক উদ্যোগ রয়েছে। তিনি বর্তমানে চট্টগ্রাম উন্নয়ন পরিষদ (ইউএই) এর প্রেসিডেন্ট, বাংলাদেশ অ্যাসোসিয়েশন দুবাইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশন আল আউইর দুবাইয়ের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তার অধীনে রয়েছে ফিউচার হোমস রিয়েল এস্টেট, কে বি এন সুপার মার্কেট ও রেস্টুরেন্টের একাধিক শাখা, মোহাম্মদ সৈনিক গুডস হিল এলএলসি, ওয়াই এস ফার্ম হাউস এবং মোহাম্মদ সৈনিক ফাউন্ডেশন—যা মানবিক সেবায় নিয়মিত কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page